নিউজ ডেস্ক : ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী শোডাউন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু স্কয়ারে নেতাকর্মীরা সমবেত হয়। সেখান থেকে মিছিল নিয়ে বেলা ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং সরকারি কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খাঁন শ্রাবণ এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি দেলোয়ার হাসান জুম্মান, সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা, তন্ময় হোসেন সাব্বির, এ আর হৃদয় প্রমুখ।
এসমিয় বক্তারা তাদের বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন, যেকোন ধরনের অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হলে এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হলে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে। বক্তারা আরো বলেন যারা বলেছিলেন, ১০ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার কথায় দেশ চলবেনা তারা আজ কোথায় লেজ গুটিয়ে পালিয়ে গেলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে তার জানান দিচ্ছে, আগামীতেও দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই চলবে, বোমাবাজ, আগুনে পুড়িয়ে যারা দেশের মানুষ কে হত্যা করে জনগণ তাদের কে প্রত্যাখ্যান করেছে, লন্ডন থেকে বসে কুলাংগার তারেক এর প্রেসক্রিপশন এ দেশ চলবে না, যেকোন পরিস্থিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে মাঠে থেকে তা প্রতিরোধ সদা প্রস্তুত আছে এবং থাকবে।