শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে নারীরা স্বাধীনভাবে বাঁচতে পারবেন না

ব্রাহ্মণবাড়িয়া, 26 September 2022, 111 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেছেন, আগামী দিনে নারীদের স্বাধীনভাবে বেঁচে থাকতে হলে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। না হলে এ দেশে আবার ইয়াছমিন-পূর্ণিমারা ধর্ষিত হবে। আপনার সন্তানকে আপনারা ঘরে রাখতে পারবেন না।

রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আয়োজিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে সাফিয়া খাতুন দলকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে বলেন, নারীরা দিতে জানে নিতে জানে না। তাই তাদের সামনে এগিয়ে দিলে অবশ্যই সফলতা আসবে।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া বেগম ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।