ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষিকাকে ছিনতাইয়ের অভিযোগে শ্রমিকলীগ নেতার ছেলেসহ ৩জন কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া, 23 August 2022, 157 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকালে এক স্কুল শিক্ষিকাকে আহত করার ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) বিকেলে তাদের আদালতে প্রেরণ করে সদর মডেল থানা পুলিশ। এর আগে দুপুরে, এই ঘটনায় আহত শিক্ষিক্ষার স্বামী আবুল কালাম বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা শহরের উত্তর পৈরতলার দুলাল মিয়ার ছেলে মাসুদুর রহমান পাপেল (২৯), পূর্ব মেড্ডা এলাকার বিজয় সরকারের ছেলে হৃদয় সরকার (১৮), সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের নাগরবাড়ির ফরিদ মিয়ার ছেলে শাহরিয়ার নাজিম জয় (১৯)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পৈরাংকুল এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী আনোয়ারা বেগম পেশায় একজন স্কুল শিক্ষিকা। তিনি মুন্সিগঞ্জে একটি স্কুলে শিক্ষকতা করে। কয়েকদিন আগে আব্দুল কালাম স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তার ছোট বোনের বাড়িতে বেড়াতে আসেন।

সোমবার সকালে আবুল কালাম তার স্ত্রী ও ভগ্নিপতিকে নিয়ে ঢাকায় যেতে দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে আসছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কে পৈরতলা ব্রিজের কাছে আসলে ছিনতাইকারীরা তাদের রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা দাড়ালো ছুরি ধরে আবুল কালামের কাছে থাকা ৫ হাজার টাকা এবং তার স্ত্রীর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় বাধাঁ প্রদান করলে তার স্ত্রী স্কুল শিক্ষিকা আনোয়ারা বেগমে উরুতে ছুরিকাঘাত করে আহত করে। পরে তাদের আর্তচিৎকারে টহল পুলিশ আসতে দেখে ছিনতাইকারীরা ভ্যানিটি ব্যাগটি ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় শিক্ষিকা আনোয়ারা বেগমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় আবুল কালাম আজাদ বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদেরকে বাদি সনাক্ত করেন। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।