আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার শান্তিনগরে রোববার দুপুরে বাড়িতে ঢুকে জোহরা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার রশিদ খাঁর স্ত্রী।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে থানায় নিয়ে গেছে। বৃদ্ধার লাশ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার শ্যামর কুমার ভৌমিক।
স্থানীয় লোকজন জানান, রশিদ খাঁর সঙ্গে প্রতিবেশী আত্মীয়ের জমি নিয়ে বিরোদ ছিলো। আদালতের রায়ে একটি পক্ষ সম্প্রতি জায়গাটি দখলে নেয়। এরই জের ধরে রোববার দুপুরে রশিদ খাঁ’র পরিবারের ওপর হামলা চালানো হয়।
বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর খাঁ জানান, জমি নিয়ে বিরোধে ফজল খা, ইয়াছিন খাঁসহ আরো কয়েকজন হামলা চালায়। বাড়িতে ঢুকে তারা এ হত্যাকাণ্ড চালায়।
শান্তিনগরের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন জানান, পারিবারিক বিরোধে মারামারির খবর পেয়ে সেখানে তিনি ছুটে যান। হামলায় এক বৃদ্ধা মারা গেছেন বলে জানতে পেরেছেন।
ঘটনাস্থলে থাকা ওয়ার্ড কাউন্সিলর মো. শিপন হায়দার জানান, জমি নিয়ে বিরোধে চাচাতো নাতিসহ অন্যরা এ হামলা চালায় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। পুলিস তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কিভাবে কি ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে।