ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে উপজেলার ১৩টি ইউনিয়নে বেশ কয়েকটি কেন্দ্রে কালির সংকটে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার ভোট শুরুর পর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমণ্ডল কেন্দ্রে স্টাম্পের কালি শেষ হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষার পর কালি সংগ্রহ করে ভোট কার্যক্রম সচল করা হয়। একই চিত্র বুড়িশ্বর ইউনিয়নের ৪নং ওর্য়াডের অবস্থা একই।
বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আশরাফুল আলম বলেন, স্টাম্পের কালি শেষ হয়ে গিয়েছিল। পরে নাসিরনগর থেকে কিনে এনেছি। তবে ভোটগ্রহণ বন্ধ রাখিনি।
উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, কালি শেষ হয়েছে শোনার পরপরই আমরা পাঠিয়ে দিয়েছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলার ১৩টি ইউনিয়নে ১২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।