বান্দরবান (লামা): প্রকৃতিকে সঙ্গে নিয়ে পর্যটকদের অনাবিল আনন্দ দিতে চিরসবুজ সাজে সেজেছে বান্দরবানের লামার মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। এখানে সুউচ্চ সবুজ পাহাড়-বনানীঘেরা আঁকাবাঁকা পথ, আকাশ, মেঘ, নদী আর সাড়া জাগানো টাইটানিক জাহাজের মনোরম ভাস্কর্যে এ পর্যটনকেন্দ্রটিকে দিয়েছে নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্য।
দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর নবরুপে উদ্বোধন করে খুলে দেয়া হলো বান্দরবনের লামা’র মিরিঞ্জা পর্যটন স্পট।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়স্থ মিরিঞ্জা পর্যটন স্পটটি নবরুপে উদ্বোধন করা হয়েছে।
মনোমগ্ধকর মিরিঞ্জা পাহাড়ের চূড়ায় টাইটানিক জাহাজের আদলে বিশাল ওয়াচ টাওয়ার, উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় নতুনভাবে নির্মিত শিশুপার্কসহ দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর নবরুপে উদ্বোধন করে খুলে দেয়া হলো।
অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মকসুদ হোসেন, ডিজিেফআই কর্মকর্তা সার্জেন্ট শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর প্রাথমিক শিক্ষা কমিটির সাবেক সদস্য, তিতাসবার্তার উপদেষ্টা সম্পাদক, পরিভ্রাজক আফজালুর রহমান রিপন, লামা উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬ একর জায়গা’র উপর ২০০৩ সালের সেপ্টেম্বরে চালুকৃত লামা -আলীকদম রোডের লামা উপজেলা সদরের ৮ কিঃ মিঃ অদূরে ফাঁসিয়াখালী ইউনিয়নের নৈসর্গিক মিরিঞ্জা পাহাড় চূড়ায় অবস্থিত। বিগত ছ’মাস আগে বৈশ্বিক অতিমারী করুনা পরিস্থিতির অবনতি ঘটলে বন্ধ করে দেয়া হয়েছিল। লামা উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় নব উদ্যোমে চালু করা হলো মনোমুগ্ধকর মিরিঞ্জা পর্যটন স্পটটি।