ভাদুঘর ১২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি সাচ্চু, সাধারণ সম্পাদক আতাহার

রাজনীতি, 18 October 2025, 52 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর ১২ নং কৃষকদলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে মো. সাজিদুল ইসলাম সাচ্চু’কে সভাপতি এবং সৈয়দ আবু আতাহার’কে সাধারণ সম্পাদক ও মো. নজির হোসেন’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহবায়ক ইমরান আহমেদ রনী ও সদস্য সচিব মামুন মিয়ার সাক্ষরিত এক প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটি কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সাজিদুল ইসলাম সাচ্চু বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই দলের নেতৃত্বকে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত, তবে একই সঙ্গে বড় এক চ্যালেঞ্জও এটি। তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মাঠ পর্যায়ের কৃষকদের পাশে থাকব। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে রাজপথ থেকে শুরু করে প্রশাসনিক স্তর পর্যন্ত আমরা সোচ্চার থাকব।

বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হিসেবে কৃষক দল দীর্ঘদিন ধরে দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির মতে, দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি হলেও আজও কৃষকরা ন্যায্য মূল্য ও পর্যাপ্ত সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত। এ অবস্থায় তৃনমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা সময়োপযোগী পদক্ষেপ।

ভাদুঘর ১২ নং ওয়ার্ড কৃষক দলের কমিটির নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার দিকনির্দেশনায় রাজনৈতিক মাঠে সব সময় সোচ্চার থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।