মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আখাউড়া পৌর শহরের খরমপুর কেল্লা বাবার মাজারে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন।
গ্রেফতার ধর্ষক তরিকুল ইসলাম তুষার নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। তবে ধর্ষিতা ওই কিশোরীর কোনো পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।
আখাউড়া থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আখাউড়া খরমপুর কেল্লা বাবার মাজারে শারীরিক প্রতিবন্ধী কিশোরী একজন ভক্ত হিসেবে অবস্থান করে আসছিল। মাজারের ভবঘুরে যুবক তুষারের সঙ্গে সোমবার দুপুরে ওই প্রতিবন্ধী কিশোরীর পরিচয় হয়। এক পর্যায়ে কিশোরীকে কোলে তুলে মাজারের পুকুরে গোসল করিয়ে কাপড় বদলাতে পুকুরের গোসলঘরে নিয়ে যায়। এ সময় তুষার ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরীর মৃত্যু হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা আখাউড়া থানার এসআই জয়নাল আবেদীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলাম তুষার স্বীকার করে দুপুরে মাজারের পুকুরের গোসলঘরে কিশোরীকে ধর্ষণ করলে সে অসুস্থ হয়ে পড়ে এবং রক্তক্ষরণ হয়। পরবর্তীতে তার মৃত্যু হয়।