নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ১৬.২০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ কাদির সঙ্গীয় অফিসার ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর ১০নং পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা দক্ষিন মাথা গ্রামের জনৈক দেলোয়ারের বসত ঘরের পশ্চিম পাশ্বে আউলিয়া বাজার হইতে হরষপুরগামী পাকা রাস্তার উপর হইতে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর হলেন – শশী আক্তার (২৮), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌরসভা ৩ নং ওয়ার্ড পঞ্চবটি পুকুর গ্রামের ফেরদৌসের মেয়ে।
গৃহীত ব্যবস্থা সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।