মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : আগামী ২৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উত্তর পৈরতলার ছয়ঘরিয়া পাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে পৈরতলার ছয়ঘরিয়া পাড়ায় ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদল ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি ও জেলা কৃষকদলের আহবায়ক আবু শামিম মোঃআরিফ।
ব্রাহ্মণবাড়িয়া পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াছিন বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদল ও কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম তাজুল, জেলা যুবদলে সহ-সাধারণ সম্পাদক মোঃ আশাব আহামেদ, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান বাবু, জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মনির হোসেন রকি, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক ইমরান হোসেন রনি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুন, পৌর কৃষকদলের আহবায়ক কামাল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিবুর রহমান সজিব, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাজিদুল হক সানি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন রাজ প্রমূহ।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নুর মিয়া,মোহাম্মদ কাসেম মিয়া,রতন মিয়া, নূর মোহাম্মদ, হাইয়ের মিয়া, আল আমিন মিয়া,মোঃ শাহিন মিয়া (শানু), বিএনপি নেতা নিয়াজ মিয়াসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।