জেলা অবসর প্রাপ্ত সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্হার সাধারণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 21 December 2024, 75 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের সমন্নয়ে গড়া সংগঠন “জেলা অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার” আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির আই সি টি সম্পাদক সার্জেন্ট বুরহানের উপস্হাপনায় এবং বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ওয়াহিদ মিয়ার সভাপতিত্বে২১ ডিসেম্বর (শনিবার) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলানায়তনে সকাল ১১ ঘটিকায়  অনুষ্ঠিত হওয়া সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা অবসর প্রাপ্ত সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্হা ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা লেঃ কর্ণেল (অবঃ) মোঃ জি আর জাহাঙ্গীর (এইসি), বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল মতিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ুম,জেলা অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্হা ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সম্মানিত ক্যাপ্টেন (অবঃ) মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ এনামুল হকসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর আগত অতিথিবৃন্দ মঞ্চে এসে আসন গ্রহন করলে সংগঠনের সবার পক্ষ থেকে অতিথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাধারণ সভাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে তিন বাহিনীর প্রায় ১৫০ জন অবসর প্রাপ্ত সৈনিক জেলা পরিষদ মিলনায়তনে এসে সভাস্হলে যুক্ত হয়। সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ এনামুল হক (২১) সদস্যের জেলা কমিটির প্রত্যেকের নাম ঘোষনা করে তাদের পরিচিতি পেশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে ভবিষ্যতে আরও গতিশীল ও বেগবান করার লক্ষে অতি দ্রতই বিভিন্ন উপজেলার অসমাপ্ত কমিটিগুলো গঠন করার ইচ্ছের কথা জানিয়ে বক্তব্য পেশ করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।অতঃপর বিভিন্ন উপজেলা থেকে আসা সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা সংগঠনের বিভিন্ন সুবিধা- অসুবিধার কথা তুলে ধরে তাদের শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।

প্রধান অতিথি লেঃ কর্ণেল (অবঃ)মোঃ জি আর জাহাঙ্গীর (এই সি) তার বক্তব্যে বলেন, সৈনিকরা কখনো অবসরে যায়না।চাকুরী থেকে আমরা অবসর নিতে পারি কিন্তু সত্যিকার সুন্দর সমাজ গঠনে, জাতি গঠনে, একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলা গঠনে আমরা কখনো পিছিয়ে থাকলে হবেনা। দেশ মাতৃকার কল্যাণে এখানে আমাদের কোন অবসর নেই। এ ব্যপারে দেশের তরে ও কল্যাণে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। কারন আমরা সৃষ্টি লগ্ন থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ। আমরা এ ব্যাপারে শুরু থেকেই দেশ প্রেমের শপথ নিয়েছি। আজকের তরুন প্রজন্মকে এ ব্যপারে অনুপ্রাণিত করবো। উৎসাহ যোগাবো আমাদের ভুলে গেলে চলবেনা আমরা এদেশের সিনিয়র সিটিজেন। আর একটি সুশৃংখল বাহিনীর সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের উপর রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য। সত্যবাদীতা, ইনসাফ,ও ন্যায় পরায়নতা,সাহস ও বুদ্ধি দিয়ে সবই সম্ভব।তিনি বলেন, আসুন মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য মানুষের জন্য আমরন কাজ করবো এই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার। তিনি ভবিষ্যতে এ সংগঠনের ব্যানারে আরও বৃহৎ আকারে সম্মেলন করার ঘোষণা দেন। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল মতিন বলেন, আপনাদের এই অনুষ্ঠানে এসে আমি সত্যিই খুব আনন্দিত। আপনাদের সাথে আমাদের বাহিনীরও একটা বিশেষ মিল রয়েছে আর সেটা হলো আপনাদের মতো আমরাও একদিন এমনকি আমিও একদিন চাকুরী জীবনের অবসর টেনে আপনাদের কাতারে গিয়ে শামিল হবো। আমি এই সংগঠনটির সর্বাঙ্গীন সফলতা কামনা করি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ও সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম বলেন, সচেতন সৈনিক হিসেবে আপনাদের সুশৃংখল জীবন যাপনই আপনাদের সবচেয়ে বড় পরিচয়। সারা জীবন শৃঙ্খলতার মধ্য দিয়ে  দেশ মাতৃকার প্রয়োজনে দেশের তরে শ্রম ও ঘাম ঝরিয়ে আপনারা যেভাবে নিজেদের সমর্পণ করেছেন বা সমর্পণ করেন তা আগামী নতুন প্রজন্মের জন্য অত্যন্ত অনুকরণীয়। তারা আগামীতে আরও বড় পরিসরে জেলার সকল অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে এর ব্যানারে আরও ব্যাপকভাবে সাংগঠনিক সভা বা সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা পোষন করেন এবং এ ব্যপারে ভবিষ্যতে যে কোন ধরনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সবশেষে অনুষ্ঠানে আগত প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।