মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর মুকুন্দপুর বিওপির টহলদল এক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় আটক করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) আনুমানিক ৫.০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর মুকুন্দপুর বিওপির এক বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০৭/৯-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১৮৫১.৩০ মিটার ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড়ের সিজার মূল্য ৮৩,৩০,৮৫০ টাকা। আটককৃত ভারতীয় উন্নতমানের ব্লেজারের থান কাপড় আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ব্লেজারের থান কাপড় এবং অন্যান্য চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।