মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের
মাধ্যমে সমগ্র দেশে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৮৩টি ঘর
ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৫৮টি ও নবীনগর উপজেলায় ২৫টি। এ উপলক্ষে আজ বুধবার সকালে দি
আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্ববাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ।অতিরিক্তি জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জিয়াউল হক মীর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও , জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ উপকারভুগীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় এপর্যন্ত ৬ হাজার১৪টি পরিবার থাকার ঠাই আশ্রয়নের ঘর পেয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়নের ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন মানুষ খুবই খুশি ও আনন্দিত।