ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

জাতীয়, 8 August 2021, 568 বার পড়া হয়েছে,

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা, দোয়া ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নিসা প্রমুখ।

এসময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ তাঁর পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ৬২ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম শুরু হয়।