নোয়াগাও ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি হামিদুল হক, সাধারণ সম্পাদক শেখ হেলাল

ব্রাহ্মণবাড়িয়া, 22 July 2022, 216 বার পড়া হয়েছে,

শান্তিপূর্ণ ভাবে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সরাইলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ হামিদুল হক এর সভাপতিত্বে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে সম্মেলন সম্পন্ন হয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ নাজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরাইল উপজেলার সাংগঠনিক টিম প্রধান মুজিবুর রহমান বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উম্মে ফাতেমা নামজমা বেগম শিউলী আজাদ এম পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রাশেদ, যুগ্ন আহবায়ক খায়রুল হুদা, চৌধুরী বাদল চেয়ারম্যান শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য লায়ন সফিকুর রহমান, এডভোকেট জয়নাল উদ্দিন, কাজী সালাউদ্দিন পিন্টু, মোঃ কায়কোবাদ, নাজিম উদ্দিন।

অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এম,পি যন্ত্রণালয় সর্ব সম্মাতিক্রমে এবং নেতাকর্মীদের উপস্থিতিতে জনাব মোঃ হামিদুল হককে সভাপতি, শেখ মুছলে উদ্দিন হেলালকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।