কসবায় পাহাড় কাটার অপরাধে ২জনের অর্থদন্ড

ব্রাহ্মণবাড়িয়া, 21 December 2024, 45 বার পড়া হয়েছে,
অধ্যাপক শেখ কামাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় (২১ ডিসেম্বর) শুক্রবার বিকেলে পাহাড় কাটার অপরাধে ২জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলার বায়েক ইউনিয়নের নোয়াপাড়া নামক স্থানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(৬) খ লঙ্ঘনে ১৫ ধারা অনুসারে ২জনকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আসামীরা হলেন, আবদুল হাকিমের পুত্র মোখলেসুর রহমান ও কাদির মিয়ার পুত্র ফারুক মিয়া। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।