নিউজ ডেস্ক : অদ্বৈত পাঠাগারের প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট কবি ও গীতিকার মো. আ. কুদদূস মহোদয়ের জন্মদিন ছিলো গতকাল। এ উপলক্ষ্যে জেলার কবি-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে বিশেষ এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত গুণিজনরা সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি বিকাশে তাঁর নানান উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
সভায় অনুভুতি প্রকাশ করে কবি মো. আ. কুদদূস বলেন, শুধুমাত্র একজন লেখক হিসেবেই নয়, একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাহিত্য-সংস্কৃতি নিয়ে কাজ করাও আমাদের সরকারি দায়িত্ব। আমি যেখানেই গিয়েছি সেই দায়িত্ব পালেনর যথাযথ চেষ্টা করেছি। এই দায়িত্ব পালনে আপনারা আমার সারথি হয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্মদিনে সকলে সমবেত হয়ে শুভেচ্ছা জানিয়ে আমাকে আপনাদের ভালোবাসায় আজীবন আবদ্ধ ও ঋণী করেছেন।