কসবায় বদলীজনিত বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া, 19 November 2025, 26 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্যাংকার্স ফোরাম, কসবার আয়োজিত বিদায়-বরণ এবং পদোন্নতি সংবর্ধনা অনুষ্ঠান ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে অগ্রণী ব্যাংকে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক, কসবা শাখার ব্যবস্থাপক এর বদলী জনিত বিদায় এবং ব্যাংক এশিয়া ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক পদোন্নতি উপলক্ষে ব্যাংকার্স ফোরাম কসবার পক্ষ থেকে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী ব্যবস্থাপককে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে এবং নবাগত ব্যবস্থাপকগণকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পদোন্নতিপ্রাপ্ত ব্যবস্থাপকগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনার জন্য অগ্রণী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপক মো: নুরুল আলম’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।