এনআরবিসি ব্যাংক পিএলসি  ব্রাহ্মণবাড়িয়া  শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, 18 March 2025, 30 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : এনআরবিসি ব্যাংক পিএলসি  ব্রাহ্মণবাড়িয়া  শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শাখা চত্তরে  আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের এরিয়া ইনচার্য রাকিবুল হাসান,ভৈরব শাখার শাখা প্রধান এটিএম মাসুদুল হক, ব্রাহ্মণবাড়িয়া উপ-শাখার শাখা-প্রধান আবদুল্লাহ মুকিত আল করিম।
আয়োজনে উপস্থিত ছিলেন, ব্যাংকের শতাধিক গ্রাহক। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সর্বজনাব আতাউর রহমান পিন্টু, মনির হোসেন, মোঃ হাসানুল ইসলাম হাসান, মোঃ আসাদুজ্জামান শাহীন, মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের কার্যকরী সদস্য  আশেক মান্নান হিমেল প্রমূখ।
এ সময় উপস্থিত সবাই এন আরবিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের ও ভুয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, এন আরবিসি ব্যাংক গ্রাহক সেবার মান অন্য সবার চেয়ে আলাদা হবার কারনে এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যাংক হিসাবে বিবেচিত হয়ে আসছে। আমরা  এ ব্যাংকের সমৃদ্ধি কামনা করি।
সবশেষে  দেশ ও সবার সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।