মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অহিদ মিয়া (৫৭) নামে এক মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৭ জুন, বুধবার সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লা শ্মশান ঘাটের পশ্চিম পাশে ফসলী জমির ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।সে চুন্টা ইউনিয়নের বড়বল্লা দক্ষিণ পাড়ার গ্রামের মৃত লোফা মিয়ার ছেলে বলে জানা গেছে। সে পাঁচ মেয়ে দুই ছেলে সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে চুন্টা মহাশ্মশান এলাকায় আবু মিয়ার বাড়ির পশ্চিম পাশে ফসলি জমিতে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহত অহিদ মিয়া পেশায় মৎস্য ব্যবসায়ী, তিনি নিজস্ব ও ভাড়ায় পুকুরে মাছ চাষ করতেন।
নিহতের স্ত্রী মমতাজ বেগম বলেন, গতকাল বাদ মাগরিব তার স্বামী অহিদ মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার কোন শত্রু আছে বলে তাদের জানা নেই। দিনে বলেছিল মন্নাফ মেম্বার, হামিদুল্লাহ,আব্দুল্লাহ সাথে মাছের টাকার হিসাব করবে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আপাতত দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।