ব্রাহ্মণবাড়িয়ায় পানিবন্দি দেড় হাজার পরিবার

ব্রাহ্মণবাড়িয়া, 23 June 2022, 176 বার পড়া হয়েছে,

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর, বুড়িশ্বর, ভলাকূট, কুন্ডা, গোয়ালনগর, গোকর্ণ ও পূর্বভাগ, চাপরতলাসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এসব পরিবারগুলো।  বাড়ির উঠোন ও চারপাশে পানি উঠার কারণে রান্নার চুলা ও টয়লেট এবং টিউবওয়েলগুলো পানিতে তলিয়ে গেছে। এতে করে বিশুদ্ধ খাবার পানি ও নিরাপদ খাদ্যের সংকটে পড়েছে দুর্গত পরিবারগুলো। গ্রামের বিভিন্ন সড়কও তলিয়ে গেছে ঢলের পানিতে।

সরেজমিনে ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামের পশ্চিমপাড়ায় গিয়ে দেখা গেছে অর্ধশত পরিবার পানিবন্দি হয়ে আছে। বাড়ির ভেতরে পানি না ঢুকলেও বাড়ির উঠান পানিতে তলিয়েছে। নিম্নাঞ্চলের বাড়িগুলোর রান্নাঘর ও টিউবওয়েল এবং টয়লেট তলিয়ে গেছে। মারফত আলী নামে এক ব্যক্তি জানান, তার বাড়ির চারপাশে পানি জমেছে। ঘর থেকে বেরও হতে পারছেন না। পরিবার নিয়ে তিনদিন ধরে বন্দিদশায় আছেন বাড়িতে। কেউ কোনো সহায়তা নিয়ে আসেনি তার বাড়িতে। ঘরে যা খাবার আছে, তাও পর্যাপ্ত নয়।এদিকে, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতেও পানি উঠেছে। ফলে তাদেরকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, ‘প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। তাদের জন্য ৩৩ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। দ্রুত এগুলো দুর্গতদের কাছে সরবরাহ করা হবে। এছাড়া দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য ৪ লক্ষ ৬৮ হাজার ২৫০ টাকা বরাদ্দ পেয়েছি। আমরা নিয়মিত তাদের খোঁজ-খবর নিচ্ছি। মনিটরিং টিম গঠন এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।