ভাদুঘরে কলেজ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করছে গ্রামবাসী

ব্রাহ্মণবাড়িয়া, 5 May 2022, 401 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রা‌মে এক‌টি ক‌লেজ স্থাপ‌নের সিদ্ধান্ত গ্রহণ করেছে গ্রামবাসী।
বুধবার (৪ মে) ঈদুল ফিত‌রের দ্বিতীয় দিন ঐ‌তিহ‌্যবাহী ভাদুঘ‌র গ্রা‌মে এক‌টি ক‌লেজ স্থাপ‌নের জন‌্য গ্রা‌মের বি‌ভিন্ন শ্রেণী পেশার মানু‌ষের উপ‌স্থি‌তি‌তে ভাদুঘর দারুচ্ছুন্না কা‌মিল মাদ্রাসা মিলনায়ত‌নে এক‌টি আ‌লোচনা সভা ও ঈদ পুর্নমিলনী অনু‌ষ্ঠিত হয়।
এতে সক‌লের সর্ব সম্ম‌তিক্রমে ভাদুঘ‌র গ্রা‌মে এক‌টি ক‌লেজ স্থাপ‌নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক‌লেজ বাস্তবায়ন ক‌মি‌টির আ‌য়োজ‌নে এবং ভাদুঘর প্রবাসী কল‌্যাণ সংস্থা ও ক্ষুদ্র প্রয়াস এর ‌যৌথ সহ‌যো‌গিতায় উক্ত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবুল ফ‌য়েজ ভূইয়া এবং প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বি‌শিষ্ট ব‌্যবসায়ী জনাব এনামুল হক ভূইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব‌্য রা‌খেন, শামীম আহ‌মেদ, সদস‌্য, ক্ষুদ্র প্রয়াস।
উপস্থাপনায় ছিলেন, মো. মোশতাক আহ‌মেদ, ইং‌রে‌জি প্রভাষক সরাইল সরকা‌রি ক‌লেজ।