যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ মাদকসহ ৩ জন মাদককারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 5 October 2024, 22 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৫ অক্টোবর ভোর ৪:৪৫ ঘটিকায়, থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে ০১নং তেজখালী ইউপি আকানগর (মধুপুর) শিল্পী বেগম এর বাড়ির ঘর হতে ১১২ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ছত্রিশহাজার টাকা, ০৪টি মোবাইল সেট, ০১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন শিল্পী বেগম আকানগর ( মধুপুর) গ্রামের মৃত হাছন আলীর মেয়ে, মোঃ ফারুক (৩৫) পাহাড়িয়াকান্দির মৃত হাছন আলীর ছেলে ও শহিদ উল্লাহ আকানগর গ্রামের মোহন মিয়া ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়ের করা হয়।
পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস রিলিজ থেকে এতথ্য জানানো হয়।