ব্রাহ্মণবা‌ড়িয়ায় প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের মোবাইল কোর্ট 

ব্রাহ্মণবাড়িয়া, 17 April 2024, 29 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপ‌জেলার কালিকচ্ছ এলাকায় উপজেলা প্রশাসন, সরাইল ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় আজ বুধবার ১৭ এপ্রিল অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স জিসান  ব্রিকস নামক এক ইট ভাটাকে ১ টি মামলায়  ২,০০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং বুড্ডা, নোয়াগাও এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স ভিআইপি ব্রিকস নামক ইট ভাটাকে ১ টি মামলায়  ২,০০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একইসা‌থে ৩ টি ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ ( সংশোধিত ২০১৯) মেনে ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।
মোবাইল কোর্টে সরাইল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী এবং বাংলা‌দেশ পু‌লিশ বা‌হি‌নীর সদস্যরা সহযোগিতা করেন।
প‌রি‌বেশ অধিদপ্তর ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা কার্যালয় কর্তৃক  এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী জানান।