মনিরুল ইসলাম শ্রাবণ এর কবিতা ‘ব্ল্যাকবোর্ড’

সাহিত্য, 5 October 2023, 194 বার পড়া হয়েছে,

নতুন ফসল ফলানোর মহান ব্রত নিয়ে
রোজ সকালে বেরিয়ে পড়েন;
পৃথিবীকে প্রয়োজনীয় ফসল উপহার দিতে
সারাদিন অক্লান্ত শ্রমে ঘামে মিশ্রিত হন,
কখনোবা রোদ বৃষ্টি ঝড়ের মত
বৈরী আবহাওয়ার সাথে লড়াই করেন,
কখনো রুক্ষ বা নরম মাটির সাথে সখ্যতা গড়েন।
তার আছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অপ্রতুলতা
থাকে জীবন ক্ষুধা, থাকে মৃত্যু ভয়, ক্লেশ, জরা,
সময়ের আবর্তনে শরীর নামক
কাস্তে, কোদালে জং ধরে; ভোঁতা হয়,
তবু তার স্নেহ-মায়া, আদর-শাসন আর পরম যত্নে
একটু একটু করে শক্ত সবল গাছে পরিণত হয়
এক একটি অপরিপক্ব বীজ দানা।
একদিন শাখা প্রশাখা বিস্তারে,
পত্র-পল্লবে, ফুলে ও ফলে শোভিত হয়ে
পৃথিবী জুড়ে সৌরভ ছড়ায় সে সকল বৃক্ষরাজি,
যার সৌরভে মহিত হয়ে মৌ-করের মত
নতুন করে তৈরি হন আরো কিছু মহান কৃষক।
ভঙ্গুর প্রায়- ধবধবে সাদা লাঙল হাতে
কুচকুচে কালো জমিনের এপ্রান্ত থেকে ওপ্রান্তে
নিত্য মানব ফসল ফলান যে কৃষক
তিনি আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু।
তার চাষকরা কালো জমিনে জন্ম নেয়
এক একজন সত্যিকারের মানব ফসল।
আর তাইতো-
ব্ল্যাকবোর্ড মানবজাতির গর্ভাশয়,
আর একজন প্রকৃত শিক্ষক তার জনক।
১৮ সেপ্টেম্বর ২৩

লেখক: মনিরুল ইসলাম শ্রাবণ, প্রতিষ্ঠাতা-পরিচালক, ঝিলমিল একাডেমি, সম্পাদক-কিচিরমিচির, ব্রাহ্মণবাড়িয়া।