ব্রাহ্মণবাড়িয়ার আ.লীগ নেতা শাহজালালে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 3 April 2025, 8 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা কাজী মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, তিনি মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমেরিকা যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। তিনি অসুস্থ হওয়ায় বর্তমানে আমাদের হেফাজতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।