
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ( বাইসস ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে “প্রান্তিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ইউ.পি সদস্যদের ভাবনা ও করনীয় শীর্ষক” এক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৮ মার্চ) ২০২৫ শুক্রবার শহরের কাউতলীতে অবস্হিত ফুট হাট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাইসস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ- সাধারন সম্পাদক মোঃ দেওয়ান আলীর উপস্হাপনায় এবং বাইসস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বাইসস জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া সমিতির সভাপতি কবি এডঃ হুমায়ুন কবীর ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া সমিতির যুগ্ম সম্পাদক এডঃ মোঃ আরিফ খান, বাইসস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি রাবেয়া বেগম, বাইসস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল কাইয়ুম,বাইসস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য শাহীনূর হাবীব মোঃ শাহীন,
বাইসস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সভাপতি ও ১০ নং রামরাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মোঃ মিজানুর রহমান, আখাউড়া উপজেলা বাইসসের আহ্বায়ক মোঃ আব্দুস সাত্তার, কসবা উপজেলা বাইসসের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাইসস আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম দুলাল,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বাইসসের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বাছির খানসহ প্রমুখ। অনুষ্ঠানে মহাসচিব ও বাইসসসের জেলা শাখার সভাপতিসহ বক্তারা বলেন,প্রান্তিক উন্নয়নে আমাদের দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে কোনভাবেই পিছিয়ে থাকলে চলবেনা।দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিটি ভালো কাজেই তাদের প্রত্যেকের অংশগ্রহণ ও সমৃক্ততা নিশ্চিত করা অত্যন্ত জরুরী। এবং এই বিশাল জনগোষ্ঠিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের এবং আমাদের উপর রয়েছে দায়িত্ব ও কর্তব্য। দেশের অর্থনীতির এই অগ্রযাত্রায় আমাদের মুল চাবিকাটি হিসেবে কাজ করা এখন সময়ের দাবী। তারা বলেন, আসুন, প্রান্তিক উন্নয়ন নিশ্চিত করে উন্নয়নের এই মহাযাত্রায় আমরা সবাই কিভাবে শামিল হতে পারি তা নিয়ে নতুন নতুন কর্ম কৌশল নির্ধারন করি। এবং নিশ্চিত করি অর্থনৈতিক মুক্তির সাথে সাথে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যত।
তারা সবাই সংগঠনের আগামী দিনের কর্মপন্হা নির্ধারন করে দেশের অর্থনীতির চাকাকে আরও সচল ও গতিশীল করে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন।