নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়া সদর, নবীনগর ও সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জয়ের আশায় প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিভিন্ন স্থানে যানবাহন চালকদের মাধ্যমে ঘোড়া, আনারস মার্কার প্রচার করছেন প্রার্থীরা।
ভোটারা বলেন, সৎ যোগ্য ও এলাকায় উন্নয়নে যে ভূমিকা রাখবে, তাকে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।
সকলে আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সাধারণ ভোটাররা সৎ, যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান। তবে সোনার হরিণের আশায় প্রার্থীরা বিরামহীন চালিয়ে যাচ্ছেন দলীয় প্রচার প্রচারণা। দিন যতই যাচ্ছে প্রার্থী,কর্মী ও ভোটারদের মধ্যে বাড়ছে উত্তেজনা। প্রার্থীর পক্ষে কর্মীরা সালাম জানাচ্ছেন ভোটারদেরকে।
আগামী ০৫ জুন চতুর্থ ধাপে ব্রাহ্মনবাড়িয়া সদর নবীননগর ও বিজয়নগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রতিদ্বন্ধিতা করছেন।