আশুগঞ্জে ৬৯৮ বোতল ফেন্সিডিল ও একটি নোহাসহ আটক -২

ব্রাহ্মণবাড়িয়া, 19 May 2024, 31 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৯৮ বোতল ফেন্সিডিল ও একটি নোহাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর থেকে আজ সকাল ১৯-০৫-২৪ ইং (রবিবার) সকাল ১০:২০ মিনিটে রুমন আহম্মদ শরীফ (ড্রাইভার)(৩৪), পিতা-মো: ছানুর মিয়া, স্থায়ী: গ্রাম- ছত্রিশ (কালিদাশ পাড়া, ছানু মিয়ার বাড়ি, ওয়ার্ড নং-০৬, ০২নং রানাপিং ইউপি, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট ও মো: বিল্লাল আহমদ (২৬), পিতা-মৃত রফিক উদ্দিন ,স্থায়ী: গ্রাম- শেরপুর, ওয়ার্ড নং-০৮, ০২নং রানাপিং ইউপি, উপজেলা/থানা- গোলাপগঞ্জ জেলা- সিলেট তাদের কাছ থেকে উপরে উল্লেখিত ৬৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং একটি নোহাসহ মাদক কারবারীদের গ্রেফতার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দুই মাদক কারবারীকে মাদকদ্রব্য ও নোহাসহ গ্রেফতার করতে পেরেছি। আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। আমাদের অভিযান অব্যাহত থাকবে।