মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে “বিডিএস নয়ত, ডেন্টিস্ট নয়” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে র্যালিটি শহরের প্রধান
সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের মৌলভীপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা: এম.এ. মনসুর, সাধারণ সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান খান।এ সময় আরও উপস্থিত ছিলেন ডাঃ ফরিদা ইয়াসমিন নিপা,
ডাঃ দিদার আলম খান, ডাঃ সাফওয়ান মোঃ সাইদুজ্জামান নাবিল, ডাঃ শোয়েব আহমেদ,ডাঃ এহসানুল মোমিন ,ডাঃ ফরিদা ইয়াসমিন , ডাঃ মোঃ নুরুল হুদা পাভেল,ডা কল্লোল রায়,ডাঃ সাইদুল বাকী,ডা মো: জাকারিয়া,ডাঃ সাফায়েত হোসেন খোকন,ডাঃ সাইদ মুহাইমেনুল হুদা ডাঃ রুম্পা,ডাঃ মাসুদ আহমেদ,ডাঃ সারোয়ার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিডিএস ডিগ্রি ছাড়া কেউ দাঁতের চিকিৎসক নয়। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। দাঁত মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই কেউ যাতে বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কারো কাছে গিয়ে মানবদেহের এই অঙ্গটির ক্ষতি সাধন না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।এ সময় বক্তারা সিভিল সার্জনের কাছে বিডিএস ডিগ্রী ছাড়া ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে লিখিত আভযোগের প্রত্যয় ব্যাক্ত করেন।