নবীনগরে নামাজের লাইন দাঁড়ানো নিয়ে তর্ক, কিল-ঘুষিতে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 5 May 2023, 94 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় জুম্মার নামাজের লাইনে দাঁড়ানো নিয়ে তর্কের এক পর্যায়ে এক ব্যক্তি কিল-ঘুষিতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ মে) দুপুরে জেলার নবীনগর উপজেলায়  পৌর এলাকার আলমনগরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিজল মিয়া (৫০)। তিনি ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জুম্মার নামাজের সময় লাইনে দাঁড়ানো নিয়ে সিজল মিয়ার সঙ্গে একই এলাকার শাহ আলম তর্ক হয়। এর জেরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে আবারও তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সিজল মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার জানান,  তাদের মধ্যে আগের বিরোধ ছিল। শুক্রবার জুম্মার নামাজের সময় লাইনে দাঁড়ানো নিয়েও তর্ক-বিতর্ক হয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে।  পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।