ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 12 October 2025, 52 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং ফুটবল খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভোরের আলো একাদশ ও বি. আর ইউনাইটেড একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অতিথি হিসাবে ছিলেন, খেলার উদ্বোধক শহীদ বীর মুগ্ধের গর্বিত পিতা মীর মোস্তাফিজুর রহমান বাবুল। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল।
অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলের পৃষ্ঠপোষকতায়  এবং ভোলাচং ফুটবল পরিচালনা কমিটির আয়োজনে এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিনের সম্পাদক এমদাদুল হাসান। আর টিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিক মান্নান হিমেল, ডেইলি সান ও বণিক বার্তার জেলা প্রতিনিধি মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি প্রমুখ।
বক্তৃতারা – প্রতিটি খেলার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি মাদক মুক্ত সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার ব্যক্ত করেন।
খেলার প্রথম ৯০ মিনিটে ১-১ গোলে খেলাটি ড্র হয়। পরবর্তীতে ৩ টি করে বল সর্টিংয়ের মাধ্যমে প্লানটিক সর্টিং হয়। ভোরের আলো একাদশ ৩ টি সর্টে ৩ টি গোল করে অপরাজেয় চ্যাম্পিয়ান হয়। বি. আর ইউনাইটেড ৩ টি সর্ট করে ২ টি গোল করে টুনামেন্ট রানার্সআপ হয়।
খেলার শেষে অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ান, রানার্সআপ, সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক হিসাবে পুরষ্কার জিতে ট্রপি তুলে নেন।