ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীতে অধ্যক্ষ পদে ড. হিফজুর রহমানের যোগদান

ব্রাহ্মণবাড়িয়া, 10 December 2024, 15 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের দ্বীনী শিক্ষার অন্যতম সেরা প্রতিষ্ঠান গাজীপুর জেলার শিল্প এলাকার গাজীপুরায় অবস্থিত জামেয়া দ্বীনিয়া। কুরআন সুন্নাহর পূর্ণ অনুসরণের লক্ষ্যে ইসলামি আন্দোলনের রাহবারগণের সুদক্ষ পরিচালনায় মাদরাসা ধারার শিক্ষা, সেমিনার সিম্পোজিয়াম, টিসি, টিএস, সমাবেশ নিয়মিতভাবেই চলছিলো। জামেয়া দ্বীনিয়ার তৎকালীন পরিচালক শেখ নূরুদ্দীন এর আমন্ত্রণে ওই ক্যাম্পাসে আড়াইবাড়ী দরবার শরীফের পীর আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী (র), রাবিতা আলম আল-ইসলামির কান্ট্রি ডিরেক্টর দার্শনিক মীর কাশিম আলী (র), ডা. মীর নাসিম আলী, কুমিল্লা ইবনে তাইমিয়া ট্রাস্টের সেক্রেটারি মাওলানা আবদুল ওয়াদুদ (র), আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার তৎকালীন ভাইসপ্রিন্সিপাল পীরজাদা এবিএম গোলাম কিবরিয়া সাঈদী, আড়াইবাড়ী দরবার শরীফের পীর অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র), হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর পীর সাহেবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সেখানে কোন এক প্রোগ্রামে মিলিত হওয়ার সুযোগ হয়েছিলো। দ্বীনের এই মারকায পরবর্তীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে আলিয়া নেসাবের অন্তর্ভুক্তি নেয়ার সিদ্ধান্ত নিয়ে পাঠক্রম চালু করা হয়।
ইতোমধ্যে হাজারো আলিম ও সুনাগরিক গড়ার অনন্য শিক্ষাঙ্গনে পরিণত হয়ে মানুষের হৃদয়জুরে স্থান করে নিয়েছে ওই প্রতিষ্ঠান। বর্তমানে মাদরাসা শিক্ষা গ্রহণে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশের মেধাবী ও জ্ঞান পিপাসুরা ঝাঁকে ঝাঁকে সেখানে ভর্তি হতে আসে।

সুদীর্ঘ পনেরো বছর পর ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’তে গত ১ ডিসেম্বর ২০২৪ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। বাংলাদেশের অন্যতম সেরা ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার মেধাবী ছাত্র, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে দাখিল, আলিম, ফাদ্বিল ও কামিল পরীক্ষায় মেধাস্থান অর্জন করেন ড. মুহাম্মদ হিফজুর রহমান। ড. মুহাম্মদ হিফযুর রহমান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি গ্রামের অধিবাসী ও ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুহাম্মদ আবিদুর রহমানের চতুর্থ সন্তান। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজলার অন্তর্গত জয়পুর গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে মাতা মাজেদা বেগমের পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন।
ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবিদুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষাজীবন সম্পন্ন করেন। ১৯৮৬ সালে ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা হতে দাখিল পরীক্ষায় পরীক্ষায় কৃতিত্বের সহিত মেধাবৃত্তিসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত আলিম, ফাদ্বিল ও কামিল পরীক্ষায়ও মেধাস্থান অর্জনসহ মেধাবৃত্তি লাভ করেন।

তিনি ১৯৯৬ সালে কামিল পরীক্ষায় ফিকহ বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং ১৯৯৯ সালে কামিল পরীক্ষায় আদব বিভাগে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে সুনাম অর্জন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে আরবী ভাষা ও সাহিত্যে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে “আবুল আতাহিয়্যাহ ও আবুল আ‘লা আল মা’আরবীর কবিতায় মরমিবাদ” শিরোনামে গবেষণা কর্মের উপর ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন এবং ২০১৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ড. মুহাম্মদ হিফজুর রহমান।
তিনি ১৯৯৩ সালের শুরুর দিকে কর্মজীবনের প্রারম্ভে কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর কামিল মাদরাসায় প্রধান মুহাদ্দিস পদে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০০৩ সাল পর্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ওই সময় আড়াইবাড়ী দরবার শরীফের পীর ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সুনামধন্য অধ্যক্ষ মোমতাজুল ফোকাহা আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী (র) এর এজাজতক্রমে সেখানে কামিল হাদীস বিভাগের দারস দিয়েছেন। আল্লামা গোলাম হাক্কানী (র) ড. হিফজুর রহমানের মমতাময়ী মাতা উভয়ে খালাতো ভাই-বোন। ড. হিফজুর রহমানের পিতা ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবিদুর রহমান (র) এর স্নেহধন্য ছাত্র ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র)। এ কারণে ও আত্মীয়তার সুবাদে তাঁদের মাঝে গড়ে উঠেছিলো নিখাঁদ সখ্যতা। পরস্পরের মাঝে বিভিন্ন শরয়ী বিষয়ে মতবিনিময় হতো।

ড. হিফজুর রহমান ২০০৩ সালের শুরুতে টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন। পাশাপাশি স্থানীয় কুরতুবী ক্যাডেট মাদরাসায় প্রধান মুফতি হিসেবে পাঠদান করেন। পরে ২০০৫ সালে নিজ জেলা কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া হযরত কবির উদ্দিন কামিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে যোগদান করেন। ২০০৭ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসায় অধ্যক্ষ পদে নিয়োগ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করলে কৃতিত্বের সহিত নির্বাচিত হন। সেখানে অধ্যক্ষ পদে যোগদান করে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সুনামের সহিত পরিচালনা করেন।
সুযোগ্য ব্যক্তিগণের জন্য উপযুক্ত স্থানই অপেক্ষা করে। এরই আলোকে বাংলাদেশের দ্বীনী শিক্ষার অন্যতম শিক্ষাঙ্গন গাজীপুর জেলার টঙ্গীস্থ তামিরুল মিল্লাত কামিল মাদরাসার দীর্ঘদিনের অপেক্ষমান অধ্যক্ষ পদে নির্বাচিত হন, ড. মুহাম্মদ হিফজুর রহমান। নিয়োগ পত্রের আলোকে ২০২৪ সালের ১ ডিসেম্বর তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় অধ্যক্ষ পদটি অলংকৃত করে ইসলাম প্রিয় মুসলিম দেশবাসীর আকাঙ্খার প্রতিফলন ঘটান ড. মুহাম্মদ হিফজুর রহমান। তাঁর পদচারণায় মুখরিত প্রিয় ক্যাম্পাস। তাঁর আগমনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে স্বাগত জানিয়েছেন।

কামিল পরীক্ষার মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য বছর কয়েক আগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম। কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার স্বীকৃতিপ্রাপ্ত, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ মাদরাসা থেকে প্রতি বছর শতভাগ উত্তীর্ণ ও দেশের সর্বাধিক জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন অব্যাহত রয়েছে। এছাড়াও মিশরের আল-আজহার, সৌদি আরব, ব্রিটিশসহ উন্নয়নশীল দেশের বিখ্যাত প্রতিষ্ঠানে অধ্যয়ন এবং অধ্যাপনায় সুযোগ পেয়ে থাকেন।