ব্রাহ্মণবাড়িয়ার সেন্দতে পূর্ব শত্রুতার জেরে গোয়াল ঘরে আগুন, গরু চুরি, প্রাননাশের হুমকি ধামকি

ব্রাহ্মণবাড়িয়া, 14 October 2024, 13 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়ির গোয়াল ঘরে আগুন ও প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ করা হয়। প্রতিপক্ষের সাফিত  মিয়ার লোকজন দলবল নিয়ে এসে  গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়। এতে হাঁস, মুরগী, কবুতরসহ আরো অনেক জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর আগে গোয়াল ঘরে থাকা গরুগুলো সরিয়ে নেয়া হয়।
নূর মোহাম্মদের পুত্রবধু সাফিনা জানান,রাতে টয়লেটে যাওয়ার জন্যে  দরজা খুলে বের হয়ে দেখেন গোয়াল ঘরে আগুন জ্বলছে । লোকজন তাদের বাড়ি থেকে গরুগুলো নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে  সাত্তার নামে একজনকে চিনতে পেরেছেন।  পরে তার চিৎকারে গ্রামের লোকজন এসে আগুন নেভায়।  ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছেন তারা। এবিষয়ে ইউপি সদস্য মনিরকে ফোন করে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন। চিনে ফেলায় প্রাণনাশের হুমকী দেয়া হচ্ছে।
এঘটনায় মামলা করার কথা জানিয়েছেন, নূর মোহাম্মদ।