ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের কম্পাউন্ডে পরিত্যক্ত মিললো সরকারি ইঞ্জেকশন

ব্রাহ্মণবাড়িয়া, 31 July 2023, 121 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কমপাউন্ড থেকে সরকারি ইঞ্জেকশন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সোমবার (৩১ জুলাই) সদর মডেল থানা পুলিশ সাধারণ ডায়েরি করেছে।
এরআগে, রোববার (৩০ জুলাই) মধ্যরাতে হাসপাতালের কম্পাউন্ড থেকে ১০৮ পিচ সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

ইনজেকশন উদ্ধারের ব্যাপারটি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি হাসপাতালে উত্তর পাশের গেইটের সামনে থেকে ১০৮ পিস সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন উদ্ধার করা হয়। এই ঘটনায় সোমবার পুলিশ সাধারণ ডায়েরি করেছে পুলিশ।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ইঞ্জেকশন উদ্ধারের বিষয়টি পুলিশ আমাকে জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। (সূত্র সরোদ)