ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন শিশু নিখোঁজের ১১মাস পর হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া, 11 January 2022, 313 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শিশুটি। পরে পুলিশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কতৃপক্ষ অজ্ঞাত এ শিশুটিকে দিয়েছেন চিকিৎসা। অবশেষে ১১ মাস পর মিলেছে শিশুটির নাম পরিচয়ও।
সোমবার দুপুরে চিকিৎসাধীন থাকা শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ওয়াহিদুজ্জামান তাকেমায়ের কোলে ফিরিয়ে দেন।  তার নাম শরীফ মিয়া। সে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির ধনরাজপুর গ্রামের রশিদ মিয়া ও চানবানুর সন্তান।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ জানুয়ারি জেলার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এরপর ২৫ দিন শিশুটি কোমায় ছিল। তারপর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে সে। গত এক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিল সে। সেসময় নিজ দায়িত্বে শিশুটির সার্বিক দেখাশোনা ও পরিচর্যা করেন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জ্বল মিয়া