ব্রাহ্মণবাড়িয়ায় ফলের জুসের দোকানে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 10 July 2025, 70 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ভোক্তাদের অধিকার সংরক্ষন নিয়ে কাজ করা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর তাদের নিয়মিত কাজের তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ট্যাংকের পাড় এলাকায় ফল হতে জুস তৈরি করে এমন দুটি দোকান নাফিস জুস ও রকমারী জুস হাউস নামক দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এসময় অপরিচ্ছন্ন দই ও বরফ দিয়ে জুস তৈরি ও তৈরিকৃত জুস যথাযথ উপায়ে না রেখে অস্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ করার দায়ে নাফিস জুস হাউস কে ১২,০০০/ ও রকমারী জুস হাউস কে ১০,০০০/ মোট ২২,০০০/ টাকা জরিমানা করে এবং আদায় করে। এছাড়া পরবর্তীতে প্রতিষ্ঠান দুটোকে ভবিষ্যতে সরকারি আইন মেনে স্বাস্থ্যকর পরিবেশে ব্যাবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করে। এসময় উক্ত অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, প্রতিষ্ঠান দুটো সরকারী নিয়ম- নীতি ও আইন কানুন না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করে আসছিলো। আমরা তাদেরকে জরিমানা করেছি ও ভবিষ্যতে সরকারী আইন ও  নির্দেশনা মেনে ব্যবসা করার নির্দেশনা দিয়েছি। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলেও তিনি জানান।