মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে শহরের ভাদুঘরের আল হেরা কমপ্লেক্স্র মিলনায়তনে আয়োজিত এ শীতবস্ত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের সভাপতি আল আমিন শাহীন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আশিকের সভাপতি অধ্যাপক মো. জুনায়েদ হাসানের সভাতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সেক্রেটারি আকতার হোসেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম,হাফেজ কাউসার প্রমূখ।
এ সময় বক্তারা বলেন , মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। প্রচন্ড শীতে অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র শুধুমাত্র একটি উপহার। এভাবেই আমরা সবাই সবার পাশে দাঁড়াতে চাই। এ সময় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে শীতার্তরা খুশি হন। আগতরা এবং তারা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখাকে ধন্যবাদ জানান।