সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির কোটির্ধ অর্থের ভারতীয় মোবাইল ফোন জব্দ

ব্রাহ্মণবাড়িয়া, 29 December 2024, 23 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ব্যাটালিয়ন ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার সংকুচাইল বিওপি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৬৩/৩-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচোড়া এলাকা হতে এক কোটি চব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা সমমূল্যের ২৯৩টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন ও ১টি সিএনজি জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছেন বলে জানিয়েছেন।