ডিবি পুলিশের হাতে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 23 October 2024, 24 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ২৩ অক্টোবর বুধবার সকাল ০৯.০৫ মিনিটের দিকে ৪(চার) কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। আটককৃত মাদক কারবারী আলফু মিয়া (৪৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিঙ্গারবিল গ্রামের মৃত-মন মিয়ার ছেলে। পুলিশ মিডিয়া উইংস এর তথ্য মতে জানা যায়,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে কর্মরত এসআই (নিঃ) জাহাঙ্গীর মাতুব্বর  তার সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সদর থানার রামরাইলের এফকন কোম্পানির প্রধান ফটকের সামনে কুমিল্লা  টু সিলেট মহাসড়কের উপর থেকে ধৃত আসামীকে গ্রেফতার করে এবং আটককৃত মাদক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে গৃহীত ব্যাবস্থা অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন  রয়েছে।