বিজয়নগরে সিমনা প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 14 January 2024, 27 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিমনা প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে পত্তন ইউনিয়নের টান মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিমনা যুব সমাজ কল্যান সংঘের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়৷
সিমনা যুব সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও ক্রিড়া সম্পাদক মোঃ লিয়াকত খান পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন পত্তন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান রতন ও বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক হৃদয় আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পত্তন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন, সাবেক মেম্বার মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।
কামরুজ্জামান রতন বলেন, মাদক মুক্ত সমাজ ও সেবামূলক সমাজ গড়তে আমাদের খেলাধুলায় নিয়োজিত থাকতে হবে। এই সংগঠন সমাজের সকলের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে সেই প্রত্যাশা রাখি। যেকোন ভাল কাজের সাথে আমি থাকবো।
খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন আবুল হাসনাত আশেক ও মোঃ মাসুদ রানা। আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্বারক প্রদান করেন সিমনা যুব সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মুসা মিয়া, সহ সভাপতি হুমায়ুন মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবু মিয়া এবং সহ-অর্থ বিষয়ক সম্পাদক রমজান খান।
উক্ত ফাইনাল খেলায় সিমনা কিংস এলিভেনকে পরাজিত করে সিমনা সুপার কিং চ্যাম্পিয়ন হয়।