ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আবদুল মতিন ভূঁইয়া আর নেই 

ব্রাহ্মণবাড়িয়া, 21 October 2023, 154 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : বায়ান্নর ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আবদুল মতিন ভূঁইয়া আর নেই ( ইন্না-লিল্লাহ…. রাজিউন। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিয়া আবদুল মতিনের বড় ছেলে আবদুল বাতেন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মৃত‌্যুকালে আবদুল মতিনের বয়স হয়ে‌ছিল ৯৩ বছর। তার দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন।
মিয়া আবদুল মতিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী টনকী গ্রামে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আটজনের মিছিলে নেতৃত্ব দেন মিয়া আবদুল মতিন। তখন আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তিনি। পরে তাদের এ আন্দোলনটি গণবিক্ষোভে রূপ নেয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিলে নেতৃত্ব দেওয়ার এ খবর পৌঁছে যায় তৎকালীন মুসলিম লীগ সরকারের কাছে। মাত্র দুই দিন পরই ২৩ ফেব্রুয়ারি তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুই মাস কারাভোগ শেষে ছাড়া পান।
১৯৫৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষাসৈনিক মিয়া মতিনসহ আরও কয়েকজনকে ঢাকায় ডেকে পাঠান এবং সাহসিকতার জন্য তাদের উপহার দেন।