হালিমা খানম,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবায় টর্ণেডোর আঘাতে অন্তত প্রায় অর্ধশতাধিক কাঁচা টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু গাছ উপড়ে যায় ও ঘড় বাড়ি ভেঙ্গে পড়ে প্রায় ২০ টি ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এবং দুপুরে কসবা থানার শিমরাইল গ্রামের ৫ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে প্রায় ১০ টি ঘর বাড়ি ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে ২ নং মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মুর্শেদ বলেন- হঠাৎ করে প্রচন্ড বেগে একটি টর্ণেডো ধেয়ে আসে। মূহুর্তেই এলাকার অন্তত ১০/১২ টি টিনশেড কাঁচা ঘরে আঘাত করে। আঘাতের ফলে ৭/৮ টি বসতঘর লন্ডভন্ড হয়। এবং আমার নিজ দ্বায়িত্বে তাদের জন্য শুকনো খাবার পাঠাই ও আগামীকাল তাদের জন্য ত্রিশ কেজি করে চাল দেওয়া হবে।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
এবং শাহবাজপুর ইউনিয়নের মেরাতলী এলাকার ঘটনায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।