আব্দুল করিম পাটয়ারীর মৃত্যুবার্ষিকীতে কামরুজ্জামান মিন্টু

সারাদেশ, 22 January 2023, 77 বার পড়া হয়েছে,
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু মরহুম আব্দুল করিম পাটয়ারীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে যোগদান করেছেন। ২১ জানুয়ারি (শনিবার) বাদ আছর চাঁদপুর শহরের তালতলাস্থ পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র এডভোকেট জিল্লুর রহমান।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম আব্দুল করিম পাটওয়ারীর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুস সালাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলে মরহুমের কবর জিয়ারত করেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন মরহুম আব্দুল করিম পাটওয়ারী ছিলেন, একজন সৎ ও আদর্শিক ব্যক্তি। তিনি ছিলেন, চাঁদপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান তাঁর কথা স্মরণ করলে সৎ ও নিষ্ঠাবান ব্যক্তির ছায়া চোখের সামনে ভেসে উঠে। সততা ও নিষ্ঠার উজ্জল দৃষ্টান্ত ছিলেন তিনি। মরহুম আব্দুল করিম পাটওয়ারী চাঁদপুরের উন্নয়নে অনেক অবদান রেখে গেছেন। এই ধরনের মানুষের জন্ম বারবার হয়না। সুন্দর চাঁদপুর বিনির্মাণে তাঁর মত লোকদের সমাজে আজ অনেক বেশি প্রয়োজন।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রায় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, পলাশ, টামটা উত্তর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক সহ পুরো চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ভ্রাত্রীপ্রতীম সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম আব্দুল করিম পাটোয়ারী ১৯২৫ সালে চাঁদপুর শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।  তিনি ৫ ছেলে ও ২ রেখে যান।
তিনি ছিলেন পাকিস্তান গণপরিষদের  বিডি মেম্বার, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ স্বাধীনতা কালীন দায়িত্ব। স্বাধীনতা উত্তর চাঁদপুর মহকুমার অস্থায়ী প্রশাসক ও প্রধান বিচারপতি এমসিএ কালীন মহাকুমা রিলিফ ও ফুড কমিটির সভাপতি চাঁদপুর পৌরসভার দুই বারের নির্বাচিত চেয়ারম্যান (১৯৭৩ ও ১৯৮২ মেয়াদ)।
মরহুম আব্দুল করিম পাটওয়ারী ১৯৪৬ সালে মুসলিম লীগের কর্মী হিসেবে রাজনীতিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তিনি ভাষা আন্দোলনে চাঁদপুর মহকুমায় সংগঠকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চাঁদপুরের বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠায় মুল উদ্যোক্তা হিসাবে ভূমিকা রেখে গেছেন।