ভাষা শহীদের প্রতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

জাতীয়, 21 February 2022, 373 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ মহান অমর ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরীতে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম ,উত্তরের সভাপতি ইসহাক মিয়া, দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপন , সাধারণ সম্পাদক তারেক সাইদ , প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. শাহীন উল ইসলাম, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।