বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ১০০টি বাক্সে করে একটি পিক আপ আগরতলায় প্রবেশ করে। দীর্ঘ ৮ বছর পর দূর্গাপুজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমতিতে আগরতলায় গেল ইলিশ মাছ। বাংলাদেশের রপ্তানীকারক বিডিএস কর্পোরশন মাছগুলো পাঠিয়েছে। ত্রিপুরার আগরতলার বিদ্যা এন্টারপ্রাইজ মাছগুলো আমদানী করেছেন।
মাছের সিএন্ডএফ কারক প্রতিষ্ঠান মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তাফা মোল্লা বলেন, ২০১৩ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানী বন্ধ ছিল। দূর্গাপুজা উপলক্ষে প্রথম চালানে ২ টন মাছ রপ্তানি করা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানী করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দূর্গাপুজা উপলক্ষে বাংলাদেশের ৫২ জন রপ্তানীকারকে ৪০টন করে ইলিশ মাছ রপ্তানীর অনুমতি দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় ইলিশ মাছ রপ্তানী হয়েছে।
আখাউড়া স্থল বন্দরের আমদানীরপ্তানীক কারস এসোসিয়েশনের সভাপতি হাজী মো: শফিকুল ইসলাম বলেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। দূর্গাপুজা উপলক্ষে দীর্ঘ দিন পর ত্রিপুরা ইলিশ যাওয়ায় দুদেশের ব্যবসায়ী ও মানুষের মাঝে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, বিডিপএস কর্পোরেশন ৪০ টন ইলিশ রপ্তানীর অনুমতি পেয়েছে। আজকে ২টন মাছ রপ্তানী করেছে। প্রতি কেজি ইলিশের দাম ১০ ডলার ।