সৌদি আরবে আল জুবাইল প্রাদেশিক বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রবাসী খবর, 15 April 2023, 152 বার পড়া হয়েছে,

মুকলেছুর রহমান অভি,সৌদি আরব প্রতিনিধি:
সৌদি আরবে আল জুবাইল প্রাদেশিক বিএনপির উদ্যোগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় আল মদিনা রেস্টুরেন্টে আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী নাজমুল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজিব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) উপজেলা
বিএনপির প্রিয় অভিভাবক, জিয়া পরিবারের বিশস্ত, ভূঁইয়া
ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি শেখ আব্দুল মান্নান, আল জুবাইল প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা সোহেল আরমান, উপদেষ্টা আব্দুল আজিজ, সিনিয়র সহ সভাপতি নাসির সরদার, সহ সভাপতি সাইদুল ইসলাম এলাহী, সহ সভাপতি রাসেল আহমেদ ভূঁইয়া,আল জুবাইল নগর বিএনপির সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি ডালিম খান, সহ সভাপতি ফারুক আহমেদ, সহ সভাপতি পিক্লু মোল্লা, আল জুবাইল শ্রমিক দলের সভাপতি আবু জুয়েল, আল জুবাইল বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সোহাগ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক মহসিন খান, আল জুবাইল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান খাদেম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুহেল নুর, আল হাসা বিএনপির সহ সভাপতি মোঃ শাহজাদা, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সবুজ সামি, দাম্মাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপির যুগ্ম আহবায়ক মইন উদ্দীন, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, আল জুবাইল প্রাদেশিক বিএনপির উপদেষ্টা হাসন আলী রাজা, আল জুবাইল বিএনপির মানবাধিকার সম্পাদক মোঃ তুহিন ভূঁইয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ ভূঁইয়া বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরত পাওয়া ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায়ের লক্ষ্য দেশ বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহবান জানান।এসময় আল জুবাইল প্রাদেশিক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।