সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ সেপ্টেম্বরে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ১ অক্টোবর। এরপর ১০ থেকে ১৫ অক্টোবর মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর দেশের ৯ সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন এসএসসি পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। দেশব্যাপী ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৮৮ হাজার ৭১৪ জন, যশোর বোর্ডে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭১০ জন, বরিশাল বোর্ডে ৯৫ হাজার ৯৭৬ জন, সিলেট বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ১২ হাজার ৯৪৮ জন।