দিল্লি সাহিত্য আকাদেমি ও ভিসের গ্রামালোক অনুষ্টানের আমন্ত্রণ পেলেন দুই বাংলাদেশী লেখক

সাহিত্য, 16 October 2022, 160 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, সাংবাদিক লোকমান হোসেন পলা দিল্লি সাহিত্য আকাদেমি ও সাহিত্য কাগজ ভিসের যৌথ উদ্যোগে গ্রামালোক অনুষ্টানে যোগ দিতে আজ ভারতে যাচ্ছেন।

বাংলার সংস্কৃতির আপন বলয়ে বিষ্ণুপুর এক ঐতিহ্যমণ্ডিত এলাকা।অযোধ্যা জমিদার বাড়ি সে বলয়েরই অংশ।সেখানে ১৮ অক্টোবর ২০২২ এ অনুষ্ঠিত হচ্ছে কবিতা ও ছোটোগল্প পাঠের আসর গ্রামালোক।ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের দিল্লি সাহিত্য আকাদেমি ও বাংলা সাহিত্যের গবেষণার কাগজ ভিস যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে গ্রামালোক।গ্রামালোকে সভামুখ্য থাকবেন দিল্লি সাহিত্য আকাদেমির জেনারেল কাউন্সিলর মেম্বার অনাদিরঞ্জন মহাশয় এবং গ্রামালোকের উদ্বোধন করবেন কবি ও সমাজকর্মী আশিস চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন বিজ্ঞান কবিতার প্রবর্তক হাসনাইন সাজ্জাদী এবং বিজ্ঞান কবিতার সাধক লোকমান হোসেন পলা।এছাড়াও পর্যবেক্ষক হিসাবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সমাজকর্মী রবিউল ইসলাম খান।ভারত থেকে অপর বিশেষ অতিথি থাকছেন অনিমেষ সরকার,সমাজকর্মী -বিষ্ণুপুর।

উক্ত আয়োজনে কবিতা ও ছোটোগল্প পাঠ করবেন তারাশঙ্কর চক্রবর্তী, রবীন্দ্রনাথ পাত্র,নির্মল রায়,বীনাপানি ঘোষ ও চন্দন বাসুলী।

এছাড়াও বাংলাদেশের অতিথিরা বিষ্ণুপুরে অপর একটি আয়োজন সহ কলকাতায় ফিরে কয়েকটি গুরুত্বপূর্ণ সাহিত্য সভা ও সম্বর্ধনা গ্রহণ করবেন।

বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী ১৯৮৮ খ্রিষ্টাব্দ থেকে বিজ্ঞান কবিতা আন্দোলন করছেন।তিনি ২০১৫ খ্রিষ্টাব্দের ১৩ ডিসেম্বর জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্ট্যাডিজে চতুর্থ আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে ‘বিজ্ঞান যুগে বিজ্ঞান কবিতা’র থিয়োরি উপস্থাপন করেন।আন্তর্জাতিক গণমাধ্যমে সে খবর ছড়িয়ে গেলে ডিসেম্বর মাসেই উত্তর আমেরিকার নর্থ ক্যারোলাইনা রাজ্যের ‘ইভেন্ট হরাইজন’ ম্যাগাজিন ৫০০ ডলারের বিজ্ঞান কবিতার প্রতিযোগিতার আহ্বান করে।২০১৮ খৃষ্টাব্দের ২ এপ্রিল নিউজ উইক ম্যাগাজিন তার অনলাইন সংখ্যাকে বিজ্ঞান কবিতার সংখ্যা হিসাবে প্রকাশ করে।এভাবে বাংলাদেশ থেকে বাংলা ভাষার মাধ্যমে হাসনাইন সাজ্জাদী প্রবর্তিত বিজ্ঞান কবিতা এখন বিশ্ব সাহিত্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশে বিজ্ঞান কবিতার অন্যতম গবেষক লোকমান হোসেন পলা।তিনি ‘হাসনাইন সাজ্জাদী’র বিজ্ঞানকাব্যরীতি’ গ্রন্থ রচনা ছাড়াও ‘বাংলাসাহিত্যের প্রধান বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী- ৬০ তম জন্মোৎসব স্মারক’ নামে হাসনাইন সাজ্জাদী’র জন্মদিন সংখ্যা সম্পাদনা করে ইতোমধ্যেই গ্রহণযোগ্যতা লাভ করেছেন।লোকমান হোসেন পলা ভ্রমণ সাহিত্যেরও একজন আলোচিত লেখক। তারা ভারতে এবার সম্বর্ধিত হবেন।