
এহসানুল হক রিপন : আখাউড়ার উপজেলা রুটি নুরপুর চকবাজার দরখার মেসার্স জিল্লুর এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়েছে। গ্রামের সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় । এসময়ের জনপ্রিয় ব্রাহ্মণবাড়িয়া বাউল শিল্পী জহির পাগলা ও সিলেট থেকে আগত কৌতুক অভিনেতা ও অভিনেত্রী শুকুর আলী ও শেফালীর টিম নিয়ে অনুষ্ঠানের জিল্লুর এন্টারপ্রাইজ এর উদ্বোধন করা হয়।
রুটি নুরপুর চকবাজারের বাজারে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসি জিল্লুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকার বলেন, আমার প্রতিষ্ঠান করার মুল লক্ষ হলো : এখানে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা এবং বাংলাদেশের অনেক শিক্ষিত যুকক, যুবতী আছে তারা বেকার তাদেরন কর্মসংস্থান সৃষ্টি করা। ধোয়া মুচার দিন শেষ, ওয়ানটাইমের বাংলাদেশ। যারা টাকার অভাবে ব্যবসা করতে পারেন না আসেন আমার কাছে । টাকা আমার ব্যবসার লাভ আপনার।মেসার্স জিল্লুর এন্টারপ্রাইজে ফ্যামেলি ওয়াশিং পাউডার, ওয়ানটাইম গ্লাস ও প্লেট, মোমবাতি, মেলামাইন আইটেম, জুতার দেশী আইটেম, পোল্ট্রি মুরগি ও হাঁসের খাদ্য, গাভী গরু ও ষাড়ের খাদ্য সহ ১৮ ধরনের পণ্য উৎপাদন ও পাইকারি ও খুচরা বিক্রয় করা হবে।